অনল দাহে
দাউ দাউ মনের আগুন,
তপ্তধরা তলে নির্জনে বসে
দারুণ উপভোগ করছি ।
আর খুঁজছি,সমব্যথি সঙ্গকরে
আমার জ্ঞাতী ভাইদের,
যারা নিদ্রাহীন পরিশ্রমেও
নুন আনতে পানতা ফুরায় ।
ছিন্নতন্ন বুক রৌদ্র-দগ্ধ দেহজুড়ে
ললাট ঘাম গড়িয়ে পড়ে,
একটু সুখের প্রত্যাশায় ।
আমি কি করি ?
সহিতে পারিনা সমব্যথা,
নিত্য প্রণয় সৌহার্দ্য মন,
মর্মব্যথা নীরব ক্রন্দন
প্রীতিময়তা করে জ্বালাতন ।
অর্থবৃত্ত প্রতিবেশীগন
শুনেই শুধু হতাশ,
দূরে দাঁড়িয়ে বক্রনয়নে
করে শুধু উপহাস ।