তোরা সব অভাগার দল,
দেশ অভাগা,
রাজ্য অভাগা,
সমাজ অভাগা ,
চৌদিকে অভাগার মৌন মিছিল ।


তোরা স্বস্থির নিঃশ্বাসের অন্তরায়,
তোরা চলার পথের আবর্জনা,
গাড়ির চাকায় কত পিষ্ট করি,
মশার মতো শুধু বাড়তেই থাকিস ।


তোদের কারণে রাত হারালো জোনাকি শোভা
দিন হারালো সুর্য্যের সোনালী আভা ,
তোরা জনক জননীর লীলা খেলার
অগোছালো ফসল ,
কেন যে জম্মালাম,এ ভিখারী সমাজে ?
চৌদিকে হাই হাই দাও আর দাও,
স্বস্থির ব্যাকুলতা হরষে বিষাদে ,


শোষিতের যন্ত্রনায় ,অস্থির শোষক,
পরার্থে নিরুদ্দেশ, সৃষ্টির কুলাঙ্গার তোরা,
শান্তির আকাল ,
তাই যেতে চাই এ দুর্গ ছেড়ে ।