সমান্তরাল সতত পথে
সৎ চিন্তার ধারক হয়ে
জীবন রেখো চলমান অস্থীর রথে ।


প্রতিক্ষণ প্রতি অংগের ব্যবহারে
ব্রত থেকো মানব কল্যানে,
স্বর্গ আসিবে তখন তোমারই কুঁড়েঘরে ।


প্রোলভিত ছবকে হয়োনা ধীকৃত
ভাংতে চেয়োনা গোলাকার পৃথিবী,
বৃত্ত বৃত্তই রবে মস্তিস্ক হবে বিকৃত ।


সৃষ্টি চলমান এ বৃত্ত ভরা বর্গ
নগ্নমস্তকে স্রষ্টার প্রেমে ছিল অবিরত,
ভেবোনা টুপি আর পাগড়িতে লুকাইয়িত স্বর্গ ।