এপারে জমি আমার
ওপারে আমার বাড়ি,
মধ্যখানে শংখ নদী
নিত্য লাগে কড়ি।


কৃষানী ভাত নিয়ে
আসে জল ধারে,
হাটু জল নেমে
হাত ঈশারা করে।


চাষ করি মনোযোগে
কখনও দেখি দেখিনা,
তবু কৃষানী আমার
ধৈর্য হারায় না।


যখন দেখি তারে
মাঝিরে আমি শুধাই,
দাড়িয়ে আছে বউ
ভাতটা এনো ভাই।


এই তো সুখের জীবন
ভেন্না পাতার ঘরে,
আমার মত সুখী,
কেবা অট্টালিকার পরে।