আমায় থামিয়ে দেয়
সংসারের চাওয়া,
আমার কলম স্থীর হয়
পিছু টানের ধাওয়া ।


আমি লিখতে চাই
উত্তাল ঢেউয়ের পাশে,
নিরালা নিভৃতে পাড় ঘেঁষে
দুর্বাঘাসে বসে ।


অঢেল শব্দের গাঁথুনি
ভাবের প্রকাশে,
দিকভ্রম প্রজন্মকে
দিক নির্নয় আবেশে ।


অভাবের তান্ডব লীলা
আমায় দেয় থামিয়ে ,
ছারখার করে দেয় যেন
দাবানল জ্বালিয়ে ।


দীর্ঘ নিঃশ্বাসে স্বপ্নেরা
দীপ চিতার মতো,
হায়েনা হয়ে চুষে নেয়
কলমের কালি যত ।