অন্ধ কাকা আলিম মিয়া
হাসিম চাচার হাত নাই,
চোখ হাত দুটি আছে
জব্বার চাচার পা নাই ।


ভিক্ষে করে এক সাথে
গায় কোরাশ গান,
ভিক্ষের টাকা হিসেব কষলে
বাড়ে সবার মান ।


অন্ধ আলিম হাসিমরে কয়
আজকে দেখি লোক নাই,
হাসিম কয় দেখলি কেমনে,
তোরতো দুটি চোখ নাই ।


হাত ছাড়া হাসিম বলে
মারবো কষে থাপ্পর,
হাসিমরে কয় মারবো লাথি
পা ছাড়া জব্বার ।