সে কখন বসে আছি,
নীশি রজনীতে একান্ত নিরালায়,
আধাঁর জুড়ে আছে চারদিক,
নেই পাখির হাঁকডাক,
ঘুমিয়েছে কাক ঠোকরা
উঠেনি একাদশী চাঁদ
তুমি আসোনী বলে ।


নীলাভ হারিয়েছে মেঘে
তোমার অপেক্ষার বিবশ অবশ
আকুতি শীতল মায়ায় জড়াবার,
কথা ছিল আনন্দাশ্রু ঝরাবার
জানি আসবে না বৃষ্টি
ভিজাবে না হৃদয় সমতল
তুমি আসোনী বলে ।


রজনী শেষ দ্বিপ্রহর আসন্ন
এখনই ডেকে উঠবে হয়তো
ঘুমভাঙ্গা ভোরের পাখি,
হিমাংন্ক কোমল জলে,
হৃদয় সমুদ্রে নীরব অতল,
উতালা এমন পুস্পিত করতল
তুমি আসোনী বলে ।