তুমি
পৃথিবী আমার
আলোহীন মেঘের আঁধার
নতুন ভোরের সোনালী সম্ভার,
তুমি দুঃখ কষ্টে হাহাকার বেদনার
তুমি হাসি আনন্দ সুখের অবয়ব নিরাকার।


শ্রাবণ
ধারার মতো
চপল চঞ্চল অবিরত,
প্রশান্তির শব্দ কুহক যত
সদা হৃদয় হরণে থাকে জাগ্রত
বিহঙ্গ মেঘের মতো তুমিও তাতেই রত।


কান্না
নোনা জলে
নীরব নিভৃত নিরলে
চন্দ্রাবতী জোছনা ছায়া তলে
আমার মানস পটে কল্পিত ছলে
তোমায় ছোঁয়ার বাসনা নিভে আর জ্বলে