তুমি
আমার সুর্যোদয়,
মিষ্টি বিকাল সন্ধ্যা,
নিজস্ব শব্দ ভরা অভিধান,
তুমি হিমালয় সুউচ্চ উপত্যাকা আরাধনা,
তোমায় ভালবাসা স্রষ্টা পাওয়ার একান্ত সাধনা ।


শুধু
তোমারই বিহনে,
অসহ্য দুর্বোধ্য দহন,
শ্বাস প্রশ্বাসে অনিশ্চিত স্পন্দন,
ছায়ায় সঙ্কুলে মায়ার পরশে ভাবি,
হয়না রাঙ্গা প্রভাত না দেখিলে বদন ।


তুমি
মোমের গলন,
মধু যামিনীতে শোভা,
কামুকে কাতরায় রূপশ্রী মুখ,
উত্তপ্ত দেহের মায়াময় কামনায় সুখ,
সুখ শয্যা বাসে, দুর হয় দুঃখ ।