আর ভাল লাগছে না
এ জগৎ এ সংসার,
তোমাদের মুখে এক
অন্তরে অন্য চেতনা ।
তোমাদের ভাবের সাথে
লাভের দুরত্ব খুজে পাই,
তোমাদের মুখে আত্মীয়তা
অন্তরে অনিষ্ট চিন্তা বিদ্যমান ।


তাইতো যেতে চাই
তোমাদের মর্ত্যলোক ছেড়ে,
মুখে বলো মানুষের তরে
আখের গোছাও প্রাণ ভরে,
বিশুদ্ধ বাতাসে অস্বস্থিকর নিঃশ্বাস,
নিঃসঙ্গতা কামনা করছি
সে যদিও হয় কবর ।


যেখানে থাকবে না
অনিষ্ট চেতনা
দুষিত বাতাস
মানষিক যন্ত্রনা ।


যেখানে থাকবে না
তোমাদের শব্দ দুষন,
পোড়া ডিজেলের কালো ধোঁয়া
লেবাস মাখা নষ্ট বদন ।


বিশুদ্ধ বাতাস চাই
আলোহীন আঁধার চাই,
নিঃশব্দ নিরবতা চাই
বিরামহীন ঘুম চাই ।