বিষন্নতায় ভরে আছে পঁয়তাল্লিশ উর্ধ্বো গতর,
চির বস্ন্ত বিরাজমান মন আজ অসুস্থ,
তোমার নিঃসঙ্গতা নামক শ্বপদের বিষদাঁত,
আমার মনের মেরু চুষে রক্তাক্ত করে রেখেছে ।
শুধু তোমাকে ভালোবাসার অপরাধে ।


মন পোড়ানো তপ্ত বাতাসে নিঃশ্বাস ভারী হয়ে আসছে ।
ভিতরে ছাড় পোকার মত কামড়াচ্ছে কর্কট দানব ।
প্রফুল্ল মন নির্জীব হয়ে,অনিবার্য স্তব্ধতা, দীর্ঘশ্বাসের কষ্টে
বায়ু প্রাণ যেন বের হতে চায় ।
চোখের আলো ঝাঁপসা হয়ে আসছে, অস্থির প্রহরে,
অক্সিজেন হীন তপ্ত হাওয়া,নয়ন বারি নিম্মগামী বহমান ।
তবু তোমাকে খুজি ।


কল্পনায় তোমার অনঙ্গ অধরে,মেঘের ভেলায়
হিমাদ্রীর কোল ঘেঁষে ভাসি,
সেখানেও তোমাকে খুজি ।
বুকের ভিতর যন্ত্রদানবের চিৎকার উপেক্ষা করে,
ভয়ংকর মৃত্যু উপত্যকায় দীর্ঘশ্বাসে তোমাকে খুজি ।


আমার ওষ্ঠ জোড়া হিমবাহে পাথর হয়ে আছে,
অতীত ভুলে এসো,আমার অমল অনল
দিয়ে তোমাকে তাপাবো ।
এত আকুতি আমার তবু কেন আসোনা,
আমার জরাজীর্ন বুকে ?
ভুলে কি গেছো অতীতের সজল ভৈরবী ?