আমি অবেলার কোন গল্প বলতে আসিনি,
আমি আমার কথা বলতে এসেছি।
আমি বিপদে পালানোর পথ খুঁজতে আসিনি,
আমি উদ্ধারের পথ বাতলাতে এসেছি।
আমি তোমাকে উদ্ধার করতে পারবো না,
আমি তোমায় মাঝপথে কভু ছাড়বো না।
আমি তোমার সরল দুর্নীতির সাথী নই,
আমি তোমার অপকর্মের বিরুদ্ধে বলবো’ই।
আমি তোমার পালিত প্রিয়া সাহা নই,
তোমার খেয়ে তোমায় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হই।
আমি তোমার স্বাধীনতার অগ্রপথিক,
ভাষার তরে রক্ত দেয়া প্রথম শহীদ।
আমি তোমার ভালবাসার প্রথম গোলাপ,
ঘুমের ঘোরে তোমায় নিয়ে করি প্রলাপ।
আমি তোমার স্বাধীনতার জয় বাংলার জয়,
তোমায় বুকে ধারণ করে আমি অকুতোভয়।