নীলিমার আকাশে আজ ফুটেছে পদ্ম
সুখী হবে নীলিমা এই আশীর্বাদ,
ক্লান্ত দিনশেষে আপন আলয়ে সব
নীলিমা'ই শুধু আজ হয়ে গেলো ভাগ।


অতিথি আপ্যায়নে তৈরি নানান ভোজন
তৃপ্তির ঢেঁকুর তুলে চলে যায় মেহমান,
একাকীনি নীলিমা নতুন আলয় পানে
অপরিচিতের সঙ্গে করে গৃহ-প্রস্থান।


এসেছিলো যারা চলে গেলো তাঁরা
আয়োজন সমাপ্তির রেখা টেনে দিয়ে
নতুন গৃহের গৃহিণী নীলিমার কাটে সময়
খাঁচায় বন্ধি পাখির হাহাকার নিয়ে।


নীলিমা এখন ব্যস্ত সাথে নতুন পরিবেশ
সারাদিনের পরিশ্রমে পরিশ্রান্ত দেহ তার,
পতিদেব আজ দেখেও দেখে না, যেন অসাড়
নীলিমার অন্তরের স্বপ্ন-দ্বারের হাহাকার।


এ সেই নীলিমা-যে উড়ে বেড়াতো সারাদিন
নীল আকাশে পাখনা মেলা পাখির মতন,
আজও নীলিমা উড়ে বেড়ায়, তবে
নীল আসমানে নয়- বন্ধী খাঁচায়
বেদনার পাপড়িগুলো তাঁকে করে যতন।


নীলিমা'রা এভাবেই পাড়ি দেয় জীবন
তবুও ফোঁটায় নিভৃতে শত শত ফুল-
ভেবেছি কি কভু-করেছি কতটা যতন
নীলের সঙ্গী হওয়াই কি নীলিমার ভুল।