ভুলের শিরোনামেই যদি ডুববো, শিখবো তবে কবে?
কে আমায় দেখাবে আলোর পথ-
দিশায় নিয়ে যাবে বে-দিশা এ রথ
অপেক্ষা কি তার? কেউ আমায় টানবে আর শিখবো আমি তবে।
এ তো অপচয় সীমহীন ভয়, রয় যার অন্তরে
কখনো কেউ তারে
দেখায় না আলো'টারে
পায় না সে কভু জয়, অন্ধকারেই ধুঁকে মরে।