আমি ঝর-ঝর ঝড়ে পড়া বৃষ্টি দেখেছি
অনুভবে পেয়েছি মাটির সোঁদা গন্ধ
উত্তাল হাওয়ায় ভাঙ্গতে তাকে দেখেছি
বিনিময়ে করেছি তাকে শুধু গালমন্দ।
/
আমি ঝড়ো ঢেউয়ে নৌকা বেঁয়েছি
পেয়েছি কূলের দেখা খানিক দূরে...
আমি তুলে এনেছি মুকুল কাটান্তরে
এসেছি ফিরে তার কাছে যে ফেলেছে ছুড়ে।
/
আমি কেঁদেছি কত হিসেব নেই তার
তবুও নেই কোন অভিযোগ, দেবোনা কোন কালে
আমায় দুঃখী করে তুমি হয়েছো কি সুখি
নাকি, রয়েছো দুঃখের ঐ মগডালে।
/
সুখের পায়রা যাক উড়ে তোমার আঙ্গিনায়
আমি না'হয় চলার পথে ক্লান্ত পথিক হবো
তোমার সুখের আঙ্গিনায় জ্বলবে মিটি মিটি তারা
আমি রাত জাগা কোকিলের সাথে কথা কবো।