আহ! কি সুন্দর নীলাকাশ
মেঘ-বৃষ্টির খেলা যেথায় চলে অহর্নিশ,
নির্মল বাতাসে দেয়া অসংখ্য করুণা
চাইলে‘ই যেথা ছড়িয়ে দিতে পারত কিছু বিষ।


তার ভুমিতেই ফসল ফলাও, কি‘সে তুমি উদর পুরাও
ভাবছ কভু ভুখা পেটে আছে কতজন?
কৃতজ্ঞ হ অকৃতজ্ঞ ওই, ক্ষণের মালিক এখানে তুই
দাবাখেলায় মস্ত পটু আছেন মহাজন।


যদি কোনাে কটু চালে, তারে রাখো মন-আড়ালে
কিসের ঘোড়া কিসের নাও-
অযাচিত পদক্ষেপে, তিনি যদি যান-গো ক্ষেপে
কে আছে বাঁচায় তোমায়, ধরবে তুমি কাহার পাও?


তাইতো বলি সরল পথে
চল যাই মন আখের পেতে
এলোমেলো গান গাহিয়া কয়দিন বলো চলা যায়