দু-হাত পেতে চায়না তারা
তোমার সহায়তা,
কষ্ট-শ্রমের আয়ে তাদের
আসল তৃপ্ততা।

রাত পোহালেই নেমে পড়ে
আহার খোঁজার তরে,
আবার রাতে বাসায় ফেরে
নিত্য নিয়ম করে।


তোমার মত তারাও যদি
কেড়ে নিয়ে খায়
দেখা যেত মানুষ আছে
হীন-মানবতায়।


নিত্য তুমি যাদের পথের
বাঁধা হয়ে দাড়াও,
তাদের মাঝে রেখে তোমার
বিষের বিবেক তাড়াও।


দেখবে তুমি তোমার চেয়ে
ওরা কত মহান
শত কষ্টে মুখ বুঝে রয়
তবু বিকোয় নাকো মান।