যেখানে ঘুরে বেড়ায় সুখ
তার সাথে আমার দেখা নেই
যেখানে আসমান বেদনায় নীল হয়ে রয়
সেখানেও আমার আসা যাওয়া নেই।
!
মাঝামাঝি কোন এক চরে আছি পড়ে
দেখা যায় একটু তাকালেই,
তবুও ফেরা হয় না ঘরে।
ক্লান্তিরা ভীড় করে আঙিনায়,
আয়েশী চোখে ঘুম ঘুম ভাব
কান্নার জলে আঁখি ছলছল,
তবু্ও হাসিমুখ যেন এটাই স্বভাব।
!
পড়শীর আনন্দে বিমোহিত হই, যেন আমিও অংশীদার
সুখ তব এ পাড়ায় বেড়ায় ঘুরে।
ক্ষণেক বাদে যখন ঘুমায় এ পাড়া...
দুখেরা আসে তখন হাওয়ায় উড়ে উড়ে ।
!
আমি যেন মহাকালের এক নীলাকাশ,
মনের খেয়ালে করি সুখ ও দুখের প্রকাশ।