নাজুক সময় এলে
লাথি মারে শেয়ালে সিংহের গুহায়
নির্ঘুম কাটে রাত
সাথীগুলো যায় ভুলে চোখ মেলে তারকায়।


নাজুক সময় এলে
মরা নদী ভরে যায় শিশিরের জলে
অসম্ভবের দুয়ার খুলে
সাগর শুকোয় তখন পিঁপড়ে জল খেলে।


নাজুক সময় এলে
ঔরস ভুলে যায় সাথি হয় ক্লান্তি
কাটে না একাকী সময়
মন বলে মনে মনে মরিলে'ই বুঝি শান্তি।


নাজুক সময় এলে
অবশ দেহটা যেন করে ফিসফিস
হয়েছে সময় চলে যাবার
পারলে আমায় তুই ক্ষমা করে দিস।


নাজুক সময় এলে
শেষ ভরসা বলে থাকে না আর কিছু
পাড়ি দেয়া পথের মাঝে
ছায়াকে মনে হয় অপরিচিত কেউ নিয়েছে পিছু।


নাজুক সময় এলে
নীলিমায় মিশে যায় ফেলে আসা পথ
শুধু থাকে হাহাকার-মেঘ মাঝে হারাবার
পলায়ন পথে খুঁজে ফেরে তাই পালাবার রথ।