এখনো পুরোপুরি হয়নি চেনা
অচেনার সাথেই চলছি,
বুলি শিখিনি তবুও আমি
ভাষার কথাই বলছি।


যে আমাকে চিনিয়ে ‍দিল
সুন্দর পৃথিবীটা এই,
তাকেই বলছি পথটা ছাড়ো
এখানে জায়গা নেই।


যে মা আমায় জন্ম দিল
ভুলে গেলাম তারে,
যার সাথে পরিচয় অল্পদিনের
নিলাম আপন করে।


প্রতিদান দিলাম উল্টো করে
অন্যায় পেল ঠাই,
চিনেছিলাম যাকে সুন্দর বলে
সেটা দেখি নাই।


প্রতিদান যেখায় অপমান হয়
দুষ্টের হাতে প'ড়ে,
অন্যায় সেথায় মাথাচাড়া দেয়
ন্যায়নীতি যায় মরে।