নিরবতায় সেদিন প্রাণ খুঁইয়েছি
সাইমুম বয়ে গেছে দুর্বল দেহের উপর দিয়ে
চেয়ে চেয়ে শুধু দেখেছি  
নীলাকাশ ঢেকে গেছে কালো মেঘের বিনিময়ে।

লেনদেন ছিলো না কোনো
তবুও হয়ে গেছি জীবনের কাছে চিরঋণী,
দেখেছি, বেদনার রুপ বিবর্ণ
মেঘহীন আকাশের বুকফাঁটা আর্তনাদ, বিজলীর চমকানি।


তুমিওতো সেদিন ছিলে চুপচাপ
কষ্ট চেপে। জানি, মিথ্যে বলার কোন মানে হয় না,
চারপাশে ছড়িয়ে ছিলো শুধু অভিসাপ
আসলে, আমারও সেদিন আর কিছু বলার ছিল না।