থাকতে চাই না এই বিপদের দেশেতে
মনে হয় বাঁচি আমি, পারি যদি মরিতে।
ঘরে হতে বের হই সাথে নিয়ে চিন্তা
ফিরবো কি ঘরে আর, নাকি দিন শেষটা।
গুজব চারপাশে কেউ নই নিরাপদ
পাঠশালে সন্তান সেখানেও নতুন আপদ।
হাটে বাজারে শুনি আজব এক গল্প
কল্লা নাকি যাচ্ছে হলেও অল্পস্বল্প।
খবরের পাতাতেও দেখি একি ঘটনা
সরকার বলছে এটা বিরোধী রটনা।
শুনি ফেসবুক টুইটার অনলাইন পোর্টালে
গলাকাটা ঘটনায় যাচ্ছে লোক জেলে।
ফোন ক'রে পিতায়, বলে বাপ সাবধান
একাকী থেকো না, হোক আগে সমাধান।
যে দেশে নিরাপদে পারবো না  চলতে
কি ক'রে থাকি সেথা, যদি তুমি বলতে।
তাই বলি শোন তবে, আমাকে গিলে নাও
আমায় নিয়ে হলেও, শান্তির দেশ দাও।