ধরে নিন-
কোন এক বর্ষারাতে,
বৃষ্টিস্নাত রাস্তায়-
অব্যক্ত আকর্ষণ আপনাকে ডাকছে
এসো, এদিকে এসো।


আশ্চর্য-
সব দ্বিধা ঝেড়ে ফেলে পা বাড়ালেন,
অসম্ভবটা কি করে সম্ভব?
মনে মনে কিছু ভাবছেন- আবার পুলকিতও।


যাই হোক,
সম্মুখে দাঁড়ালেন-
পেঁচিয়ে নিলেন আপনার কাংখিত সেই পণ্য।
ক্ষণিকের তরে মিলে গেলেন আপন খেয়ালে।
যেন,
ভোলার দোকানের রসে ডোবা মিষ্টি
নিলেন আর খেলেন।


অতঃপর-
বৃষ্টি থেমে গেলো, আপনার ঘুমও ভাঙলো।
চলে গেলেন আপনি বহুকাল পেছনে
যেথায় প্রতিরাতে বৃষ্টি হতো।
ভিজতো না কিছুই,
শুধু শোবার জায়গা আর আপনি ছাড়া।


(শিশু কালের কথা। যখন ঘুমের ঘোরে মনে হতো কে যেন আমায় ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে বলে-এখানে হিসি দে ......।
আমিও চিন্তা না করে ছেড়ে দিতাম। তারপর......
যা হবার তাই হতো।)