বোধের অনুভূতি নাই
অনুভূতির নাই কোন শিহরণ
এখন আর সে স্পন্দিত হয় না কারো স্পর্শে।


সকালের শিশিরের ন্যায়
সুর্যের আগমনে সে নিয়েছে বিদায়
হালকা বাতাসে ঝরে পড়া শিশির বিন্দুর মত
অনুভূতি ক্ষনিকপ্রাণ ।


শিশির আজ
দূর্বাঘাসের ডগায় চিকচিক করা মুক্তো নেই
সে এখন রক্তাক্ত, ধর্ষিত, অবহেলিত......
নিষ্ঠুরতার জাতাঁকলে পিষ্ট।


অনুভূতি মৃতপ্রায়
মানবতা মরে গেছে
সহস্র ঘটনা তাকে উদ্বেলিত করে না
বোধগম্য হয় না বোধের মতিগতি।
এ যেন সকালের শিশির
বিকেলে যার দেখা নেই কোন প্রান্তে।