বাড়ীর চারিধারে জল রয়েছে ঘিরে
কোনটা সড়ক কোনটা জমি
বোঝার কোন উপায় নাই,
উঠানের ঐ কোনটায় দাঁড়িয়ে এক কুকুর ছানায়
মনে মনে সে বুঝি ভাবছে
কি ক'রে কোন দিকে যে পালাই।


শুধু ওই পশুরা কেন আমরা সবাই যেন
পালাবার পথ'টাই খুঁজছি,
নহে কেন বান দেয় না পরিত্রাণ
বারবার তার কাছেই তো ঝুঁকছি।


চলো না সবাই মিলে কাজ করি এক দলে
পৃথিবীকে নতুন ক'রে সাজাই,
আমার তোমার ভুলে পৃথিবীকে ফুলে ফলে
নদীকে নদীর পথে হাঁটাই।


মেনে চলি ভুগোল নহে নদী-খাল দখল
যার আসনে যাকে মানায়,
নির্লোভ হলে তবে লক্ষ্য অর্জিত হবে
বান চলে যাবে, খরার খরা হবে......
পৃথিবী ভাসিবে তবে শান্তির স্রোতধারায়।