স্ব-বান্ধব আকুতি
বিলীন চাই, চাই বিলীন
সত্যের লোগো লাগিয়ে যারা দুর্নীতি করে
মিথ্যার গায়ে দেয় সত্যের প্রলেপ।


যায় যদি যাক
দৃপ্তহীন প্রদীপ নিভে যাক
ক্ষীণ আলোয় আর পথ চলতে চাই না
আলো চাই, সত্যের আলো, নির্বিষ আলো।


আলোর ঝলকানিতে
ঝরে যাক ঝরা-গ্লানিতে ডুবে থাকা নিস্তেজ প্রাণ
আধমরার ঘানি আর টানবো না,
বিলীন হয়ে যাক ধোঁয়াশায় টিকে থাকা ভালবাসা
বিদায় হোক হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা।


আমিও না হয় নেব বিদায়
তবুও ফুরিয়ে যাক কর্দমাক্ত বিবেক
মুক্তি পাক এ ধরা
আগমনী মেহমানের শুভ বার্তায়
কলুষমুক্ত হোক এ পৃথিবী তেড়ে আসা ঝড়ে।