নিরন্তর পথচলায় শুধু তোমাকেই খুঁজেছি
ক্লান্ত পথ হেঁটে হেঁটে আজ দাঁড়িয়েছি সম্মুখে
উৎফুল্লতায় ক্লান্তিরা বিলীন
অনবদ্য এক সুখের আবেশে।
!
খানিকটা বিচলিত আমি, তোমার কঠিন অভিব্যক্তি
এমন চুপচাপ কখনো দেখি।
আখিঁতে জল নেই, নিস্তব্ধতার সাইমুম চলছে।
আমিই কি সেই ঝড়ের কারণ?  
তবুও ঠাঁয় দাঁড়িয়ে আছি, কোন এক অবাধ্যতায়।
!
ফেরার ক্লান্তিরা যখন তাড়া দিলো
সম্বিৎ ফিরে পেলাম,
ভাবছি ফিরে যাবো, ভুলে যাবো আমায়, চিরতরে
যেথায় সকালটা মরে যায়,
যেথায় মোহনীয় বিকেলটা আর ডাকে না।
মায়ার জগত থেকে বহুদূরে.....  
!
মায়াবী জাল আমাকে মুক্তি দেয়নি
ফিরতে পারিনি আমি
অবশ দেহে ভর করে চলছি সেইদিন থেকে আজ অবধি।
সাইমুম-সাইক্লোন-সুনামি
তবুও চলতে হয়, অনির্দিষ্ট গন্তব্যে, একাকী
কোন এক মায়ার টানে...।