কিছু বর্ণ  প্রকাশিত  হয়  বোবা  ভাযায়, চুপচাপ!
কিছু বর্ণ বিকশিত হয়  উচ্চারণে, যেমন গোলাপ।
আমার প্রকাশ আর বিকাশ ঐ নীল আকাশের রুপ!
শব্দের পাতা গুলো বেকার পায়নি আজও, কোনরুপ।


নীলপদ্মটা- নীল কুড়িয়েছে নীল জামাটা তার গাঁয়ে
আমার বর্ণগুলো আজও বন্দী সবুজ প্রত্যাশা জড়িয়ে।
আমি  তবুও  ভাল  আছি  বিবর্ণ বর্ণের ভালোবাসায়
যে  বর্ণ  বিবর্ণ  রঙ্গে  রাঙ্গিয়ে  ভালো  রাখে আমায়।