এক চিমটি নীলাকাশ
শরৎ মেঘের ভেলা ভাসছে তার বুকে
এলোমেলো চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে।


কতদিন পেরিয়ে এসেছি মনে নেই
দিন-মাস-বছর...
তবে দীর্ঘ সময় চলে গেছে পিছনে
আমার ডায়েরিতে লেখা নেই, তবে
ক্যালেন্ডারের পাতা হিসেব রেখেছে ঠিকঠাক।


নীলাকাশে মেঘ জমেছিলো একখন্ড
বৃষ্টি দেখেছি ঝর-ঝর, অবারিত ধারায়
অনুতাপ হয়নি তখন কারো
শীত, শরৎ কিংবা বর্ষার।


বিলাসী মনের খেয়ালে হেঁটেছি
বন-উপবনে খুঁজে বেড়িয়েছি সীমানা
বহুপথ পাড়ি দিয়ে উৎকন্ঠায় আমি
স্মৃতির মাঝে কিছুটা সময় কাটালাম।


জীবনের মানে সেখানেই ফেলে এসেছি
ভুলগুলো যেখানে ডাকছে আমায়
ভুলে যাওয়া ভুলের মাঝে ছিলাম ভালো
আরো ছিলাম বিবেকের বিবেচনায়।