একলা একা বাঁচা আমার আমি তে,
তোমাতে আমরা প্রাণের প্রদিপ,
জ্বলে ধিমি আাভাতে।
এ যেন আমার বাঁচার নিঃসঙ্গ প্রয়াস;


এ যেন উড়ে যাওয়া ঘুড়ি এসে,
হাতে নাটাই সুতো।
একলা একা এ কোন আনন্দ,
জাগ্রত জগতে সদা আমিই একা।


একলা কোন চাঁদের গর্তে ঝুপ করে,
ডুব দিয়ে জোছনার নদী পাড়ি দিয়ে,
একা রয়ই রুপ সাগর পারে দ্বারিয়ে,
এ যেন আমার নিঃসঙ্গ প্রয়াস।


একলা চাঁদ,
একলা রাত দেয় পাহারা,
তোমার ঘোমটা দেওয়া আঁখি ফিরিয়ে নেওয়া,
একটা মুখ দেয় স্মৃতিতে সারা।


একা বসে শাল ছাতিমের ছায়া পাশে,
তুমি হীনা কাটাই প্রহর,উদিত সুর্য্য খানি,
চৈত্র দিবসে রাতের শেষে,
পূর্ণিমাতে ভেসে ভেসে।
উষ্ণ হাওয়ার সাথে জোনাকি আর আমি,
মিলে এ এক নিঃসঙ্গ প্রয়াস।


গহিন অরণ্যে অনুশান্তির প্রয়াসে,
তোমায় জোরিয়ে একা একা কাঁদা,
কাঁদার মাঝে সুখের হাসি,
আমি একাই চিৎকারে ভাসি,
তোমার মাঝে আমরা প্রাণের শ্বাস,  
নিহিত আছে তাতে বাঁচার আশ,


কর দ্বার উন্মুক্ত তার,
উপহার উপঢৌকনে স্বাগত জানাতে,
আমারে বাধিতে প্রেম আদরে,
কর মুক্ত তারে স্মৃতির আকরে।
এ যেন আমার বাঁচার নিঃসঙ্গ প্রয়াস;