আজ রুদ্ধিরুদ্ধ নব সাজ,
অর্থ লোভে জাগ্রত মানব ভুলিল চরিত্র লাজ,
তবে ভাবো পুনরুত্থানের কথা;
যেথায় সকল সুখের কথা
রাখিয়াছেন গেঁথে সোনার পাতায় ;
তোমার উৎথানে সচিত্র প্রমানে,
হিসাব মানে হইবে দন্ড ভার;
খন সুখের তরে চির অসুখী -
হইবে তুমি ;
অনন্ত জীবন ভর।
চলিবে অনন্ত অসীমের আবেস,
কোন দিন হইবে না শেষ।
কঠিন শাস্তির এ সমাবেশ ;
হও হুশিয়ার?
ভাবো তবে পুনরুত্থানের কথা,
কি হইবে জবাব তোমার?
যখন খোলা প্রমানের পাতা ;
সবাই মোরা এ পথের যাত্রী,
পাই যেন প্রভুর ক্রোধ হতে পরিত্রান মুক্তি।