স্বপ্নের এই জান্নাত ছেড়ে চলে যেতে চাই,
যদি তোমায় না পাই!
অন্য কোথাও ;
কেন থাকবো হেথায়?
তুমি যদি অভিমানে থাকো,
আমায় না দেখ!
আমরা কি মুল্য বলো কি বা মুল্য এই জান্নাতের?
যার সমস্ত সুগন্ধি, সমস্ত সুখ তুমি ;
জীবনের মুল্য যেখানে ক্ষীণ, জীবন
জীবন নামের প্রেম অপ্রাপ্তি;
যে তুমি আমার দর্পণ দেখাও না আমরা প্রতিছবি।
স্বপ্নের এই জান্নাত ছেড়ে চলে যেতে চাই,
যদি তোমায় না পাই!
স্বপ্নের এই জান্নাত ছেড়ে চলে যেতে চাই।