ভালোবাসি তোমায় বলতে পারিনি,
বলতে পারিনি ভালোবাসি ভালোবাসি ;
তাই তো আজও ভালোবাসা শুন্য!
ভালোবাসা কেমন হয়?
দেখিনি আমি তারে,
কখনো ছুইনি তার শরীর!
কেমন দেখায় তারে কী বা তার আচরণ!
সে কি আলো নাকি আলেয়া?
সে কি সুগন্ধি নাকি সুপ্তি?
সে কি কাম নাকি শক্তি!
সে কোথায় করে বসবাস?
চাঁদ সুর্যে পাহাড় নদী সাগরে
নাকি কোন নারীর অঙ্গনে!
জনো কি কেউ তার সন্ধান।
কেমনে মিলি তারে!
কেমনে পুরি মনের আশ ফেলি সস্তির নিশ্বাস।
যদি পাই তারে মোর দ্বারে,
স্বাগত জানতে তারে-
সুরের পাখিদের করিব নিমন্ত্রণ সুনাতে গান তারে।
সাজাইবো আমার আঙ্গিনা রঙিন ফুলের পাপসে,
রামধনুর সাত রঙ্গে সাজাইবো ঘর,
তার মিলনের আশে।
ভালোবাসা এসে মিশে যাও আমরা সরবরে।