প্রেমেই জন্ম,                                    
প্রেমেই সুত্রপাত জমিনে,
প্রেমেরি ফসল মোরা সৃষ্টির বিম্বে।
নরে প্রেম নারীতে প্রেম
প্রেম উভয় শ্রেণী।
সৃষ্টির প্রেম স্রোস্টার সনে তাই ধর্ম জানি।
ভক্তিতে প্রেম ভক্ত মনে পবির্ত্রার টানে,
ইবাদতে ধর্মে প্রেম,প্রেম সর্ব কুলে।
ফুলের প্রেমে খুশবো ছড়ায়,
হাসির পুলক ঝড়ে।
প্রেম সে তো আত্মার প্রাণ না থাকিলে মরে।
প্রেমতো নয় প্রেমিকের সম্পদ রাখবে তারে ধরে,
প্রেম যে জগৎ ময়,
প্রেম সৃষ্টির সর্ব সরে।
প্রেম যে নদী
বয়ে চলে শুরু থেকে শেষ অবধি।