নীদহীন কায়া,সুরহীন গাওয়া,
তব নিশিথের প্রেম,
যদি যায় ছেড়ে সে কি আর ফিরে দেখে!
কেন নিন্দিত নব সাজ পরাজিত লজ্জায় লাজুক আজ!
নিশীথের ডাকে ছুটে যাই পাতে,
তব দুয়ার বারবার হায়
রুদ্ধ বেশ খুলিল না আর,
তোমার অপেক্ষায় পথের ছায়ায়;
ছুটে চলা নদীর কায়,
ভেসে যাওয়া মেঘে ভিজে যাওয়া শ্রাবণে,
কান্নার কায়ায় পথের ধুলোয় ;
কাদা মেখে গায় পাগল পারায়
খুজে ফিরি তোমায় তারায় তারায়।
আকাশের গায় আলোক সজ্জায়,
সেথায় কি মোর দৃষ্টি যায়,
দিগন্ত শেষে নদী এসে মিশে
স্নিগ্ধতার বুকে কুয়াশার শীষে,
একা একা কতো হেন কাল
কাটাই এই  নীদ হীন পাতে;
তোর প্রেম শীনে রুহ্ম হয় মোর সকল বৃহ্ম দয়;
ঝরা পাতা উড়ে যায়,
ফুলে ভরে যায় মৌসুমী বন।
আগুন ঝরা বসন্তে ফাগুন ধায়,
মৌ ভোমর ফুলকায়।
সেই কবে বসন্তের সুখ তোমায় নিয়ে,
ফাগুন রাতে মিলনের সুখে নিশীত ঘুম,
ঘুমিয়ে ছিলেম, শিওরে তুমি
তোমার কোলে মোর মাথা;
তুমি নুয়ে নুয়ে বলেছিলে তব সুখের কথা।
সুখ সেই দিয়ে ছিলে তুমি,
আজও তার পরশে শীতল হৃদয় খানি।
হায় সুখের পরশ আর লাগিলনা গায়,
সুখ হীন কায়া হীন ধায় পরে রয় পৃথিবী পাতে।
জীর্ন রাতে জোনাকির সাথে আর কাটাবো কতো কাল।
কাল ধায় পরে রয় সখি এই পাতে,
কোন কালে মিলিবো তোমাতে
শেষ হবে কি জীবন প্রদীপ মোর এই পাতে;
আজও স্মৃতি চারন বসন্ত রাতে।