জীবন যেন একটা সাদা পাতা,
কোন এক বহুদর্শী মহুয়ার,
আনন্দ আন্দোলনের খাতার।
যার পাতায় পাতায় ভরা, কেবলই  আনন্দ
শুধু আমি শূন্য ;
যার নামে একবার, একবারও
ভুল করেও কলম ধরা হয়নি,
কোন ফুল ফোটানো হয়নি,
কোন অনুভূতি অনুসৃত হয়নি,
সময়ের স্রোতে, এতো টুকুও কি করুনাও  আমার জন্য হয়নি?
আনন্দ আশ্ফলন কি আমারে ছুইবে না?
কখনো আশার প্রদীপ জ্বালো,
আবার নিরাশায় ডুবাও;
তবুও আমি সুখ খুঁজি,
স্বপ্ন সাজাই আনন্দে ভাসি।
তোমার নব সৌন্দর্য আমার বিমোহিত করে,
সবুজের বুকে এক নতুন মাতোয়ারা,
তোমার পদতলে পাপোশের মত নিঃশেষ।
তাতেও আমি আনন্দ বিলায় ;
আমি যে এই শ্রীজলা মাটির সন্তান,
আর কতো উপহার দেবো তোমায়,
নিজের প্রিয় স্বপ্ন, প্রিয় স্বজনের জীবন!
জীবনের ধূসর বিজয়ী নারী,
তুমি কি সেই?
কিছুই তো চাইনি আমি!
ফিরিয়ে দিয়েছো কি কিছু?
তবুও বাঁচি আমি,
স্মৃতিময় আনন্দ আশ্ফলনে