কে তুমি শংখচিল?
উড়ে যাও পাখামেলে সমুদ্রের নীলিমায়।
ফিরে এসো একবার ঐ নীল তটনী ছেড়ে,
এসো গো এই ঝাউয়ের শাখায়,
শখা তোমার সঙ্গ করিবো বরণ।
দোলা দেয় মন তোমার ডানার ঝাপটায়,
তোমার ঐ সাদা পেখমের সঙ্গ নিয়ে,
ইচ্ছে জাগে উড়ে যাই
ঐ অজানা সমুদ্রের নীলিমায় না ফেরার আশে।
সারা সারা দিন উড়ে ফেনিল সমুদ্রে,
জেগে ওঠা এক খন্ড পাথরের বুকে,
সারা রাত কাটাবো  আমরা,
আসমানের চাঁদের উল্লাসে মেতে।
শিওরে সমুদ্রের সচ্ছ জলে চাঁদের উল্লাস,
চাঁদের উল্লাসে যৌবনের ডাক হানে,
ফুলে ওঠা সমুদ্রের জল দেয় মিলনের নিমন্ত্রণ।
ওগো সোনালী ডানার শংখচিল ছেড়ে এসো নীল তটনী,আমি অপেক্ষায় একা;