রাতের স্মৃতি গুলো পুরো না হতেই
তুমি চলে গেলে,
সাজানো স্বপ্ন ভেঙে দিয়ে ;
চোখ মেলে দেখি,
আগমন করেছে  ফাগুন।
ফাগুনের রূপের ছ'টায় তোমার দীপ্তি ক্ষীণ।
তোমার বাস আঁধারে,
তাই আমি ও আলোরে ভয় পাই!
ভয় পাই ফাগুন দীপ্তি,
ভয় পাই বসন্ত সারথি কে?
তাহারি মতো হয় যদি উড়তে,
মিলনের সঙ্গিনী কে খুজতে ;
আমি আঁধারেই খুঁজি তোমায়,
আলোতে যায় মোর দৃষ্টি মোরে,
তোমার আশাতে আঁধারের নীল আদরে,
আমারে করেছি সমর্পন।
আনে প্রকৃতি বসন্তের ডাক,
ফাগুন দীপ্তি ;
আমারে করিতে নিঃশেষ,
তোমার স্বপ্নের অগোচরে।