আবার বসন্ত আসিলো প্রাত্রে,
সাথে আনিলো বসন্ত সারথি মহুয়া মহুয়া চিৎকারে,
শীতের সুর্য্য ডুবে পাহাড় ভেনুতে,
নব সুন্দর্য্য আজ বেনুতে।
বসন্ত চাঁদ হাসে,
প্রজাপতি রং ছড়ায় পুষ্প পরাগ রেনুতে,
বসন্ত আবার আসিলো প্রাত্রে,
শত রং শত মঞ্জুরী সাথে,
প্রাত্রের দিগন্ত সবুজে দোলখায়,
বৃক্ষ শাখে শাখে নব সোভা ধায়,
শত রং ফুলে ফুলে স্বাগত জানায় ধরাকে।
তোমারে পেয়ে নব আনন্দ ফুলের বনে,
উচ্ছ্বসিত তাই বন ভোমরের আলোরণে।
বসন্ত আবার আসিল প্রাত্রে,
বসন্ত রঙ্গে কিশোরীর শাড়িতে,
কিশোরের নব যৌবনের আরিতে।
যৌবনের প্রতিক তুমি বসন্ত ঋতুরাজ।
কোকিলের কুহু চিৎকারে মহুয়ারে ফিরাতে,
বসন্ত তুমি  আবার আসিলে প্রাত্রে।
আমার ও প্রকৃতির জীর্নতা ছাড়াতে;