কতো ভুল জীবন কে নাড়ায়,
কতো ফুল জীবন থেকে হার,
তবুও জীবন বয়ে চলে ;
বয়ে চলে স্রোত পাওয়া নদীর ধারায়।


দূরে দড়িয়ে থাকা কোন নক্ষত্রের কাছে,
অলৌকিক অবস্থানে আলোর মতো,
জীবনের উজ্জ্বলতা ;
যা আমাকে তোমাকে আকর্ষিত করে।


সাগর ঢেউগুলো কে বুকে রাখে,
তাদের অবাধ আঘাত সহ্য করে,
কেবল চাঁদ ;তার একটু দহন পাতন
যা সহজেই কুল ভাসায় প্লাবনে ফুরায় জীবন।


জীবন এমনি এক বয়সী বৃক্ষ,
যার পাতায় পাতায় জীবন বহমান,
যা ঋতুতে ঋতুতে গতিশীল।
বসন্তে জন্মায় বর্ষায় বেড়ে ওঠে,
হেমন্তে হেসে খেলে শীতেই শেষ।
জীবন কি ফুল আর ভুলের মাঝেই?