পাতা বিহীন শুণ্য গাছের ডাল গুলি,
নিষ্পলক চেয়ে রয় আকাশের প্রাণে।
কবে হবে সেই সৌভাগ্য,
বসন্ত এসে জড়াবে তারে।
করে আরাধনা অবিরাম নিজও চিত্ত ভরে,
নতুন কুরি ফুল ফল নিজের পরিচয়ের তরে।
শুণ্য শানে দ্বারিয়ে মাঠের এক কোনে
করি সকল প্রার্থনা ঐ আকাশ মালিকের শানে।
পাতা পেয়ে খুশিতে ঝলমল সোনালী রোদ্দুরে।
পাতায় পাতায় মেলামেশা পাতায় জীবন গাঁথা,
পাতাই হোক আমরা শেষ নিদ্রার ছাতা।