কখনো পাইনি পাখা,কখনো উড়িনি আমি -
কখনো দেখিনি আকাশ!
পিঞ্জর ছাড়িনি তাইতো ভেঙ্গেছে বুকের পাঁজর খানি।
উপরে আকাশ নিচে মাটি দেখিনি আমি,
কেবলি শুনেছি তোমার মুখে ফোটা মধুর বুলি।
ছাড়িনি বাধন তাই আজ আমি একা
পিঞ্জরে রেখে দিয়েছো ভিষণ ব্যাথা।
মুক্তির আশ্বাসাষে শ্বপ্নের আবাসনে ছুটে ফিরিএকা!
দেখি কতো পতায় আঁকা ছবি মনে বিঁধে রাখি,
আলো ছায়ায় করে খেলা।
সতির্থ্য শরণে কতো কান্নার  রোল,নয়নের জল
ছলছল আকাশের মেঘে দেয় দেখা।
কতো কাল ধরে  দেখছি আকাশ, কেবলি
রঙ্গ বদলায় করে খেলা-রোদে প্লাবনে আমারি মতো
কাঁদলো কতো সারা বেলা।
যুগের  অধিনে প্রিয় সঙ্গিনীর বিচ্ছেদে
কেবলি নিষ্পলক চোখে চেয়ে থাকা।
আমার হৃদয় জুড়ে আঁকা স্মৃতির পাতা ছিড়ে ছিড়ে
যুগের সম্ভাষণে আজও অপেক্ষায় দিন গুনা।
উপরে আকাশ,
পায়নি পাখা উড়তে পারিনি আমি ;
দেখিনি আকাশ ভেঙেছে বুকের পাঁজর খানি।