গহিনের শব্দে মিশে যায় আমার চিৎকার,
মরুতায় শুকিয়ে যায় আমার কান্নার জল,
শত যুগের অপেক্ষা শেষ হবেনা যেন!
সেই তুমি গেলে আমায় এই পথে ফেলে,
এ কোন অজানা দেশে ঠিকানাহীন কোন আবাসনে।
তুমি কি আছো জাগিয়া?
আমি শত যুগ ধরে শত কোশ রোথে তোমারে করছি তালাশ।
সাহারার খাঁ খাঁ পান্তর পেরিয়েছি আমি,
পেরিয়েছি আমি মেসোপোটেমিয়ার শালের বন,
পেরিয়েছি আমি শৈল সত্য খরগ পথ
পাহাড় নদী তুষার জলধি।
পৃথিবীর পথে আজ আমি যাযাবর
দিশাহীন ক্লান্ত পথিক অপেক্ষায় বহমান।