চোখের পাততে আছে জোনাকির আলো,
তাইতো স্বপ্ন সাজাই,
সোনালী আলো সোনার অঙ্গে করে ঝলমল
আধার ঐ কেশের পাশে।
আঁধারে উজ্জ্বল গোলাপ আভে
সোনালী ধুসর গোলাপ আভায়,
ভাবাও আমায় স্বপ্ন বৃক্ষের শাখায় শাখায়।
বৈশাখী পূর্নিমার চাঁদ তুমি ;
তাইতো এতো রুপ তোমার শরীর জুড়ে।
আলোকিত কর ভুবন
আলোকিত কর আমায় প্রেম পরশে।
কতো কাল ধরে দেখছি তোমার সোনা আভা রুপ।
যা যৌবনের সুধা যুবাদের,
যা মুক্তা সুপ্তি আশ্বাস ভুবনে।
বৈশাখী পূর্নিমার চাঁদ তুমি
তাইতো এতো রুপ তোমার শরীর জুড়ে।