তুমি যদি হও চাঁদ ঐ নীলিমার বুকে,
আমি হবো রাত  কালো আধার,
বাসিতে ভালো তোমাকে ;
তুমি যদি হও তরী,
কুলে ফিরাবো তোমায় হয়ে ঢেউয়ের ফেরি।
তুমি যদি হও ফটোগ্রাফ,
আমি হবো রং তুলি
সাজাবো তোমায় আপন মোমেন ভরি।
তুমি যদি হও বিস্তৃত সাগর,
আমি হবো খন্ড খন্ড দীপ পুঞ্জ,
হবো ভারী সাগরে বিশৃঙ্খলা ঢেউয়ের আরি।
তুমি যদি হও শ্রাবন খন,
আমি হবো কদমের হাসি,
কল্পনায় ভেসে হবো প্রেম বিরহের কবি।
তুমি যদি হও পৃথিবী আমার,
আমি হবো তোমার সুখ,
তুমি যদি হও মৃত্যু ফেরি,
আমি হবো দ্বারিয়ে থাকা ঘড়ি।
হবোনা শেষ জীবন আবেস,
তোমার রক্তে আমর রেস,
বয়েবে অবাদে জীবন ভরি।