আবার ফিরে এলাম,
জীবনে ;
প্রকৃতির আশ্বিনে তোমার আহবানে,
হাসনাহেনার গন্ধ নিয়ে তোমার অঙ্গনে।
ফিরে এলাম জীবনে ;
যে তুমি ডাকলে আমায়,
সেই তুমি থাকো বহুদূর ;
কি আশে শূণ্য বেশে ফিরলাম আমি,
জীবনে ;
চাঁদের ন্যায় ডাকলে আমায় ইশারায়,
মোহ মায়ায় ভালোবাসার আদরে,
ফিরি আমি তোমার আলেয়ার আলোতে।
তুমি দূরের অতিথির মতো ডাকো আমায়,
ফিরি আমি শত যুগের পরিক্রমিয় পথের শেষে ;
তুমি ঠায় দাঁড়িয়ে থাকো,
সুখের আলিঙ্গনে সজ্জিত কুঞ্জে।
আমি যেন কোন এক বিদ্রহী,
যুদ্ধের ময়দান হতে ক্ষতসার ক্লান্ত দেহে অসারাম্ভ।
তবুও ফিরি আমি তোমার আহবানে ;
তোমার আহবান,
আমার নতুন জীবন ;
জীবন যেন রক্তক্ষয়ী যুদ্ধ জয়ের সনদ,
যা তোমার তরে করি অর্পন।
তুমিই তো শ্বাশত প্রেম আমার,
নিভরিত ঘুম -
সুখের পরশ আমার সারা শরীর জুড়ে।
তাই তো ফিরি আমি বারে বারে,
তোমার আহবানে ;