আমার প্রতিবিম্ব যখনি দেখি আয়নায়,
আয়না আমার ধরে বসে বায়না ।
তুমি এখনো একা কেন ?
কিসের আশায় বসে আছো ?
কার ছবি তোমার হৃদয়ে এঁকেছো ?
আমাকে কি আপন ভেবে-
একটু খুলে বলা যায়না ?


আয়নাও আমার দুঃখ জানতে চায়,
শুনতে আকুতি জানায় !
বার বার মিনুতি করে,
কেন তোমার এত কষ্ট-
বলা যাবে  কি আমায় ?
আমি নির্বাক তাকিয়ে থাকি
উত্তর খুঁজে পাইনা
কি কথা বলিবো তাহায় !
শুধু একটি কথাই বলি
ওরে একাকিত্বের সঙ্গী আয়না
দয়া করে কিছু জানতে চেয়ে
ধরিসনা আর বায়না !
আমি যে আমার মনের ব্যাথা  
কাউকেই বলতে পারি না !


আয়নাও আমার কষ্ট শুনতে চায়
বুঝতে চায় কি আমার অপূর্ণতা
অথচ চারি পাশে আমার-
শুভাকাংখীর অভাব নেই,
আপন মানুষ গুলো
আমাকে নিয়ে একটুও ভাবে না
তাদের ভাবনার জগৎ  
ক্রমশ ছোট হয়ে গেছে
আমি বেঁচে আছি নাকি মরে গেছি
বেঁচে থাকলে সঙ্গী ছাড়া কি করে আছি
কেউ এখন আর জানতেও চায় না !


রচনাকাল ০৯ জানুয়ারী ২০২১ ইং  
ব্রুকলিন, নিউ ইয়র্ক ।
—————————————————————