নেতা তোমার বিশ্বজয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l
তুমি হাসলে এই দেশ হাসে,
তুমি কাঁদলে এই দেশ দুঃখের সাগরে ভাসে l
হতাশায়,উৎকণ্ঠ রাজনীতির দোলা চলে,
বিচলিত হয়ে পড়ে তোমার প্রিয় দেশবাসী l
নেতা তোমার বিশ্বজয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l


তুমি হাসলে জাতীয় পার্টি হাসে,
তুমি হাসলে তৃণ মূল নেতা কর্মীদের মনে-
আনন্দের ডেউ জাগে l
তুমি হাসলে তোমার কর্মীরা প্রাণ ফিরে পায়,
তুমি কারণে অকারণে বিপদাপন্ন হলে-
কর্মীরা অর্ধমৃত হয়ে যায় l
তাদের আশায় কালো মেঘ ভর করে,
নেমে আসে ঘোর অন্ধকার অমাবস্যা সর্বনাশী l
নেতা তোমার বিশ্বজয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l


তুমি হাসলে পথ কলিরা হাসে,
তুমি হাসলে গুচ্ছ গ্রাম চোখের সামনে ভাসে l
তুমি হাসলে পল্লী বিদ্যুৎ আলো ছড়ায়,
অন্ধকার তাড়িয়ে আলোকিত করে আমার মাতৃভূমি l
তুমি হাসলে মহকুমা বিলীন হয়ে জেলায় পরিণত হয়,
তুমি হাসলে উপজেলা ব্যাবস্থা অবাক তাকিয়ে রয় !
তুমি হাসলে অসম্ভব সম্ভব হয় উদাহরণ স্বরূপ-
স্বমহিমায় দণ্ডায়মান যমুনা সেতু,
তুমি বাংলার বীর, শ্রেষ্ঠ সংস্কারক তুমি দুঃসাহসী l
নেতা তোমার বিশ্বজয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l


তুমি হাসলে লাল সবুজের পতাকা হাসে,
৬৮ হাজার গ্রাম বাংলার কৃষক কৃষাণীরা-
নেমে যায় মাঠে সোনার ফসল চাষে l
তুমি হাসলে খাল বিল নদী নালা হাসে,
আকাশে বাতাসে শান্তির জয়ধনী ভেসে আসে l
তুমি হাসলে আমার হাতের কলম হাসে,
আমি লিখতে পারি-
লাল রক্তচক্ষু উপেক্ষা করে অনায়াসে l
তুমি হাসলে তোমায় নিয়ে লেখা আমার কবিতারা হাসে,
আমি হয়ে উঠি কলম যোদ্ধা,অকুতোভয়,অবিশ্বাস্য সাহসী l
নেতা তোমার বিশ্ব জয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l


তুমি হাসলে শাসন ব্যাবস্থা হাসে,
আইন আদালত নড়ে চড়ে বসে l
তুমি ছেড়ে গেলে,
সব আবার ভেঙ্গে পড়ে এক নিমিষে !
তুমি থাকো অনন্তকাল আমাদের মাঝে,
শান্তির নির্যাস হয়ে দুঃখি জনতার পাশে l
তুমি হাসলে ফল-ফলাদি,গাছ-পালা,তরুলতা হাসে,
তুমি হাসলে ভাঙ্গন থেমে যায়-
পদ্মা মেঘনা যমুনার তীর ঘেঁষে l
তুমি হাসলে চন্দ্রিমা উদ্যান হাসে,
তুমি হাসলে পান্থ পথ,বিজয় সরণি-
স্মৃতিতে করা নাড়ে অবশেষে l
তুমি হাসলে স্বপ্ন বাস্তব হয়ে একাকার হয়ে যায়-
সব কিছু সহজ লভ্য হয়ে উঠে,
এ যেন এক জাদুর কাঠি বাস্তবতা বিলাসী l
নেতা তোমার বিশ্বজয়ী হাসি,
আমি বড্ড ভালবাসি l


রচনাকাল ০৪/১০/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————————————————