যদি কষ্টকে ঝেড়ে ফেলা যেত
কিংবা দুঃখকে ছুড়ে ফেলা যেত
তবে বহু আগে দুঃখ,কষ্টের সঙ্গ ত্যাগের
কঠিন ভূমিকায় অবতীর্ণ হতাম
হৃদয়ের সুখগুলোকে সুখ পাখি রূপে
নীল আকাশে উড়িয়ে দিতাম
আর তাকিয়ে থাকতাম অপলকে
অন্তহীন আকাশের কালো মেঘের আভায়
যেখানে বৃষ্টির সাথে মেঘের আভার গভীর মিতালী
আমি ঘর ছাড়া সাথী হারা এক দুঃখী ফেরিওয়ালা
দুঃখ নিয়ে পথ চলা কষ্টই আমার আজন্ম সাথী
তিল তিল করে অর্জিত দুঃখ নামের কষ্টকে
একত্রিত করে বুকের আঙ্গিনায় সযত্নে রেখেছি
আর কেঁদে চলছি অবিরত
সুখগুলো একান্তই তোমার ব্যক্তিগত
দুঃখগুলো শুধু আমাকে দিয়েছো
সমস্ত অনুভূতি দিয়ে তোমার দেওয়া দুঃখের বোঝা
আজও আগলে রেখেছি কষ্টকে বুকে ধারণ করে
আরও কিছু দিন বেঁচে থেকে
তোমাকে প্রাণ জুড়িয়ে মন ভরে দেখবো বলে ।


রচনাকাল ০১/০৬/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------