যদি শিক্ষাই একটি জাতির মেরুদন্ড হয়,
তবে শিক্ষিত মানুষ গুলো কেন আজ -
টেবিলের নিচে ঘুষের আশায় হাত পেতে রয় ?
শূন্য হাতে কলম চলেনা চারিদিকে অবক্ষয়,
নীতিহীন আজ নীতিবান হয়ে বড় বড় কথা কয় !


টেবিলে টেবিলে ফাইলের স্তুপ নেইতো নড়াচড়া,
মাসের পর মাস গেলো শুধু অবহেলা !
টাকা দিলে হাত পাও গজায় চলে অনেক দ্রুত,
নিচের ফাইল উপরে উঠে সততা ভুলন্ঠিত !
দোষ দিব কি তাদের আমি চাকুরী নয়তো সস্তা,
মামা খালু না থাকিলে লাগে টাকার বস্তা l
এই খানেই আমার স্বাধীনতার প্রথম পরাজয় !
যদি শিক্ষাই একটি জাতির মেরুদন্ড হয়,
তবে শিক্ষিত মানুষ গুলো কেন আজ -
টেবিলের নিচে ঘুষের আশায় হাত পেতে রয় ?


হাতে নাতে ধরা পড়ে অনেক সময় দেখি,
খবরের কাগজে ছবি আসে এই আর মন্দ কি ?
কিছু দিন গত হলে পরে সবাই ভুলে যায়,
নতুন খবরের ভিড়ে,পুরাতন খবর চাপা পড়ে হায় !
এই ভাবে চলছে দুর্নীতি,খুঁড়িয়ে চলছে দেশ,
মানুষে মানুষে কামড়া কামড়ি সততা নিরুদ্দেশ l
অসহায় প্রজারা আজ জিম্মি দপ্তর,মন্ত্রনালয় !
যদি শিক্ষাই একটি জাতির মেরুদন্ড হয়,
তবে শিক্ষিত মানুষ গুলো কেন আজ -
টেবিলের নিচে ঘুষের আশায় হাত পেতে রয় ?


রচনাকাল ১৬/০৭/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
---------------------------------------------------------